পাগলি তোর জন্যে মনের অরণ্যে
করেছি গোলাপ চাষ,
ঘুরবি ফিরবি গন্ধ নিবি
করবি বসবাস।


পাগলি তোর জন্যে মনের ক্যানভাসে
এঁকেছি রঙিন ছবি,
দেখবি শুধু তুই একলা
আমার যদি হবি।


পাগলি তোর জন্যে মনের সাগরে
তুলেছি নৌকোর পাল,
ঘুরবি ফিরবি বাতাস খাবি
উপভোগ করবি ঢেউয়ের তাল।
ঢেউয়ের দোলায় মন দোলাবি
বাসবি আমায় ভালো,
মন কুঠুরির আঁধার ঘরটা
রাখবি করে আলো।


পাগলি তোর জন্যে বন্য হবো
হবো রাতের তারা,
চাস যদি ভিজতে তুই
হবো শ্রাবণের বৃষ্টি ধারা।
বৃষ্টি স্নানে সজীব হবি
মিটবে প্রাণের আশা,
শুরু হবে তোর আর আমার
দুষ্টু-মিষ্টি ভালোবাসা।


পাগলি তোর জন্যে পাগল হবো
হবো আমি কবি,
তোর জন্য মাতাল হবো
সব হবো যা চাবি।
তুই শুধু আমারি হবি
এটাই আমার চাওয়া,
জানি তোর মতো পাগলিটাও
যাবে না দুইটা পাওয়া।