যে পুড়েছে ভালোবাসার তীব্র দহনে
অনল কী তাকে আর পোড়াতে পারে!
প্রেমিকার হাত যদি ছুরি মারে বুকে
এ বিষম বেদনা কেউ সইতে নারে।
যাপিত জীবনে যখন মৃত্যুর স্বাদ
বেঁচে থাকা অর্থ হলো— নুনহীন ব্যাঞ্জন,
হৃদয়ে লুকিয়ে শত বেদনার ক্ষত
কত আর করব কারো মনোরঞ্জন।
মরেছি সে আজ থেকে বহুকাল হলো
ঘুরছি আমি সবার সমুখে জীবন্ত লাশ,
পানি ছাড়া মাছ হয়ে আর কতকাল
করে যাবে ডাঙার পরে অসম্ভব বাস।
ঘুড়ি তোমায় ছেড়ে দেব ভোকাট্টা করে
পোড়ো তুমি যেখানে পড়িবার সাধ,
বইলাম আজীবন প্রেমহীন বোঝা
মুক্তি চাই আজ আমার দুর্বল কাঁধ!


২৪.০৩.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।