তোমায় ছাড়া বাঁচব নাকো আমি
ক্যামনে দেবো জীবন-সাগর পাড়ি?
চলে গেলে তুমি আমায় ছেড়ে
সুখের সাথে হবে আমার আড়ি!
কিন্তু, দেখ দিব্যি সুখে আছি
শান্তি-সুখে করছি সুখের ঘর,
উঠোন জুড়ে সুখ ছড়ানো আছে
ঘরে আছে বড্ড রসিক বর।


ষড়ঋতু যেমনি প্রকৃতিতে
ষড়ঋতু তেমনি আমার মনে,
আর কতো জায়গা পাবে বলো?
শ্রীমতির ছোট্ট মনের কোণে।
পার্বতী বড়ো সুখে আছে
তবে কেন মিছে দেবদাস?
সংসারে জ্বেলে দুঃখের অনল
করছ মিছে নিজের সর্বনাশ।


যা পেয়েছ ছোট্ট এ জীবনে
তাই নিয়ে হতে শেখো সুখী,
কী পেলাম, কী পেলাম না ভেবে
মিছেমিছি হচ্ছো জনম-দুঃখী।


১২.০৬.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।