তোমার চোখের চাহনিই দেয় মনে করিয়ে,
তোমার কাছে আমার প্রয়োজন গেছে ফুরিয়ে।
যে আমাকে বুঁকে-কোলে রাখবে বলেছিলে,
সে আমাকে এখন শুধুই অবহেলা দিলে।
করছো ভীষণ লুকোচুরি জীবনের এ বেলা
খেলছো তুমি আমায় নিয়ে শত্রু শত্রু খেলা।
তোমার চোখের আড়াল হয়েছি নিয়তির রীতি
হয়ে গেছি মনের আড়াল এ কেমন প্রীতি!
পাশের মানুষগুলোই এখন হয়েছে প্রিয়জন
কারণ, তারাই এখন মেটায় তোমার সকল প্রয়োজন।


তুমি মুখে বলো- আমি নাকি তোমার অন্তরে বাস করি
তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসা ভুরিভুরি।
কিন্তু তোমার চোখ যে বলে অন্য রকম কথা,
তোমার চোখে দেখি আমার প্রতি অবহেলার বারতা।
তুমি মুখে বলো এককথা আর অন্তরে ভিন্ন
অবশেষে বুঝলাম, তুমি মানুষটা জঘন্য।
হয়তো তুমি সবাইকে বলো একই কথা,
তুমিই আমার আপনজন, তুমিই আমার মিতা।
বলো! কী পাও এমন নিঠুর ছলনা করে,
ঠিকই তুমি খাবে ধরা দিনের শেষ প্রহরে।


মুনাফিকের চিহ্ন তোমার ভিতরে করছো লালন,
লোক দেখানো ধর্মীয় আচার করে যাচ্ছো পালন।
কাকে তুমি বানাচ্ছো বোকা, দেখছো কি একটু ভেবে,
দিনশেষে নিজের কাছে নিজেই হেরে যাবে।