প্রত্যাশার চাপে দম বন্ধ হয়ে মারাই যেতাম;
তাই, বহু কষ্টে প্রত্যাশার লাগাম টেনে ধরেছি।
তোমাকে ভালোবেসে যদি
ভালোবাসা পাবার প্রত্যাশা করতাম—
তবে তা পূরণ হতো না জানি।
তাই, তোমার প্রতি এক আকাশ ভালোবাসাকে
ঘৃণায় বদলেছি!
প্রত্যাশা নেই
প্রত্যাশার চাপ নেই
আমি এখন শরতের সাদা মেঘের মতো
লক্ষ্যহীনভাবে করছি ওড়াউড়ি।


সন্ধ্যে হলে পাখিদেরও নীড়ে ফেরার থাকে তাড়া,
কিন্তু আমি বড্ড স্বাধীন, বাঁধনহারা ছন্নছাড়া।
যাযাবরের মতো আমি দিচ্ছি পাড়ি মরু সাহারা।
যদি মরুঝড়ের কবলে পড়ি—
তবে উটপাখির মতো বালুতে মাথা গুঁজেই বিপদ পেরুবো।
কারো প্রতি নেই কোনো অনুযোগ
নেই প্রত্যাশা
নেই প্রত্যাশার চাপ।


প্রত্যাশার চাপে দম বন্ধ হয়ে মারাই যেতাম;
তাই, বহু কষ্টে প্রত্যাশার লাগাম টেনে ধরেছি।


১০.১০.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।