ফুলের তোড়া হাতে মুঠোফোনের ক্যামেরায়
নেতার সাথে হাসিমুখে সেলফি তুলি আয়।
অপকর্ম করে এ ছবি দেখাব সবারে
নেতার কত কাছের আমি বুঝাতে লোকেরে।


সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে দিলে দিকে দিকে
আমি যে কী হলাম! বুঝে যাবে পাবলিকে।
দিন নাই, রাত নাই, যখনি সমুখে এলাম
আমজনতা রাস্তা-ঘাটে ঠুকবে সেলাম।


নেতার গুণগান সদা জপিব মুখে
পার করিবেন নেতা সকল বিপদ-আপদ-দুখে।
নেতার আমি খাস লোক, নেতার জানের জান
এই যে দাদা সেলফি অকাট্য প্রমাণ।


মিছিল-মিটিং যত, যখন যেমন হোক
সাপ্লাই দেবো নেতাকে হাজারে হাজারে লোক।
রাজনৈতিক মদদ আমি পাবই পাব,
যখন যেমন চাই, যার কাছে যাব।


রাজনৈতিক আদর্শ করি না লালন
চোর-গুণ্ডা-বাটপার করি প্রতিপালন।
আখের গুছানো আমার চাই-ই চাই,
পেটনীতি করি আমি, বুঝি না রাজনীতি, তাই।


যখন যেখানে যেমন বড়ো নেতা পাই
মোবাইলের মেমরি করি সেলফি বোঝাই।
ঠিক কি না, ভাই?
রাজনীতি হয়ে যাচ্ছে সেলফিময়!