হারিয়ে তোমায় খুঁজি হাজার ভিড়ে,
পোষাপাখি উড়াল দিলে ফেরে কি আর নীড়ে?
ছেড়ে গেলে তুমি ব্যর্থ শহর, প্রেমিকের প্রেম,
ভালোবাসা, বাঁচার আশা— সবই হারালেম।
মায়াজাল ছিন্ন করে গেলে তুমি ছাড়ি,
সুখের আশায় গড়লে ঘর, গড়লে বাড়ি।
ছায়াটা হয়েছে দ্বিগুণ, বেলা বুঝি শেষ,
কাটে না, কাটল না প্রেম-বিরহের রেশ!
ভালোবাসা বেহাত হলো, শুধুই স্মৃতিজাল,
মিষ্টি-মধুর প্রেমদহনে কাটবে কত কাল?
রং মেখে সং সেজে ঢং করব কত,
কত আর সাজব জোকার, বোকার মতো!
কালিতে নয়, অশ্রুজলে প্রতি পাতায় পাতায়,
শেষবিকেলের কাব্য লিখি জীর্ণ খেরো খাতায়।
হৃদয় গহিনে জমানো যত গোপন কলরব,
গোধূলিবেলায় স্মৃতির ভেলায় ভাসিয়ে দেব সব।


১৫.১২.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।