হয়তো চৈত্রের দুপুরে কাঠফাটা রোদে ঘুরব দ্বারে দ্বারে
একমুঠো সুখ কুড়াবো বলে।
দিনশেষে তোমার কাছে ফিরে আসব রিক্ত হস্তে
ক্লান্ত দেহ-মন আর ঘর্মাক্ত শরীরে।
যে বুকে ভালোবাসার গোলাপ সুবাস খুঁজে পেতে তুমি
খুঁজে পাবে ঘামের দুর্গন্ধ, গা গুলিয়ে আসবে বমি।


যে বুকে মাথা রেখে আকাশের চাঁদের পানে চেয়ে
মনের তুলির আঁচড়ে রাঙাতে হাজারো স্বপ্নের ক্যানভাস
সেই বুকে হয়তো পাবে শুধু হতাশার দীর্ঘশ্বাস।
ভালোবাসার সুনীল আকাশ মুহূর্তেই বদলে যাবে
ভয়ংকর ঘন-কালো মেঘে।
যে দুচোখে দেখেছি ভালোবাসার তাজমহলের প্রতিচ্ছবি
চাওয়া আর না-পাওয়ার সমীকরণে বদলে যাবে সবি।


ভালোবাসার ভালো লাগার সেই মধুর সংলাপ
মনে হবে যেনো পাগলের প্রলাপ।
বিশ্বাস আর ভালোবাসার চোখ দুটি তোমার
হয়তো হয়ে উঠবে শুধু অভিশাপ আর ঘৃণার ইশতেহার।


বাস্তবে তাই চাইব না তোমায়
তুমি থাকো শুধু আমার নিত্য কল্পনায়।
এ জীবনে না-পেয়ে তোমায় পেয়েছি আরও আপন করে,
পেলেই হয়তো হারিয়ে যেতে
সারাজীবনের তরে চিরতরে।