কার ঘরের ঘরনি তুমি
কোনবা দেশে থাকো?
তোমায় ভুলতে পারি নাকো।


জানি আমায় তুমি ভুলে গেছ
সুখ সাগরে ডুব দিয়েছ।
সুখের স্রোতে ভাটির টানে
ভাসতে তুমি থাকো,
তোমায় ভুলতে পারি নাকো।


আমি দুঃখের ভেলায় ঝড়ের বেলায়
মাঝ দরিয়ার বুকে,
বৈঠা ছাড়ায় ঝড়ের তাড়ায়
মরছি ধুঁকে ধুঁকে,
সাঁতার জানি নাকো।


জানি তুমি আছো উজান পানে
তোমার স্মৃতি আমায় টানে,
স্রোতের বিপরীতে সাঁতরে যাওয়া
সাধ্যে কুলায় নাকো।


কূলে একা বসে আছি
চাতক পাখির মতন,
বৃষ্টিধারার মত তোমার
যদি হয় গো আগমন।


সেই আশাতেই দিন কেটে যায়
জীবনের নিয়ম মেনে,
তুমি ভাগ্যে যদি থাকো লেখা
ভাগ্য আনবে তোমায় টেনে।