তোমায় পাব— আশায় আশায় থেকে,
আশালতা হতাশায় বড্ড গেছে বেঁকে।
পথ পানে চেয়ে থেকে পড়েছে চোখে ছানি,
আশায় আশায় দিন গুনে খাচ্ছি ঘোলা পানি।
এভাবে স্বভাবে আর কতকাল,
জড়াবে দুপায়ে ছলনার জাল।
আসবে হয়তো সুদিন, আজ নয়তো কাল,
ঘুচে যাবে জীবনের এ করুণ হাল;
দেখে যেতে পারব কি সেই শুভ দিন?
জীবনের কাছে হয়েছি খেলাপি ঋণ।


১৬.০৩.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।