ভালোবাসা মিছে আশা
নেই তোর ভালে,
সেজে সাধু, করিস কালোজাদু
শ্রদ্ধা-সম্মান পাবি না কোনোকালে।


মানুষ ভাবে কীসের অভাবে
তোর এই নোংরামির শুরু,
শিক্ষিত হয়েও পাগল সমাজের
সেজেছিস নাটের গুরু।


ভালো কাজ করতে নেই লাজ
তবুও করিস না ভালো কিছু,
কেউ করলে ভালো, জ্বালালে আলো
তুই হাত ধুয়ে পড়িস তার পিছু।


যে-কোনো অর্থে বিনা স্বার্থে
ধরিস স্বজাতির দোষ,
দিনশেষে বুঝবে লোকে
তুই মানুষ ভালো নোস্।