কে বলেছে তুমি নেই? তুমি আছ,
তুমি আছ সমস্ত না-থাকা জুড়ে,
আছ কল্পনার পরিপাটি ড্রয়িংরুমে
ফেলিনি ছুড়ে স্মৃতির আস্তাকুঁড়ে।
তুমি আছ ভাবনায়, আছ কল্পনায়
আছ আকাশের চন্দ্র সূর্য তারায়,
তুমি হলে এ জীবনের সাঁঝবাতি
কেমনে বলো হেলায় তোমায় হারায়।
তুমি আছ, তুমি আছ উঠোন জুড়ে
শ্রাবণের খেয়ালি বৃষ্টিধারা হয়ে,
তুমি আমার পূর্ণিমারও চাঁদ
দেব না কভু যেতে ক্ষয়ে ক্ষয়ে।
কে বলেছে তুমি নেই? তুমি আছ
তুমি আছ সমস্ত না-থাকা জুড়ে,
তুমি আমার ভালোবাসার বীজ
গজাবে প্রেমের উর্বর বুক ফুঁড়ে।


২৮.০৮.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।