সূর্য উঠলেই হাসে যেমন সূর্যমুখী ফুল
জোয়ারে যেমন ছাপিয়ে যায় সাগরের দুকূল,
তোমায় দেখে মনটা আমার তেমন করে জাগে
দিবস যেমন জেগে ওঠে ভোরের সূর্যরাগে।
সূর্য ডুবলে সূর্যমুখী যেমন বিষন্ন হয় খুব
তুমি ছাড়া প্রতিটি সকাল দেয় বিষন্নতায় ডুব।
সূর্যের যেদিকে মুখ, সেদিকে ঘোরে ফুল
তোমার মুখটা না দেখলে হয় হৃদয় হুলস্থুল।
তুমিই তবে সূর্য, আমি প্রেমিকা সূর্যমুখী
তোমার মুখে দৃষ্টি ফেলে হলাম তবে সুখী।
তুমি যদি ছেড়ে চলে যাও আমায় করে একা
সূর্যের মতো অস্ত যাও, না যদি দাও দেখা,
তবে আমি বিষন্নতায় মুখটা করে ভার
সূর্যমুখীর মতো তবে তুলব না আর ঘাড়।
সূর্য তুমি কেমন আছ? হয়েছ কি সুখী তুমি?
নেই তুমি, বিরহে তাই, মরব আঁকড়ে ভূমি।



১৮.১১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।