আমি তো বেশি কিছু চাইনি;
ভালোবাসার বিনিময়ে শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম।
আমি তো বেশি কিছু চাইনি;
সমস্ত পৃথিবীর বিনিময়ে তোমার পৃথিবীর অংশ হতে চেয়েছিলাম।
কিন্তু, ভালোবাসার বিনিময়ে শুধু তোমার করুণা-ই পেলাম।
সম্পর্কের মাঝে তুমি তুলে দিলে কাচের দেয়াল;
দেখা যায় ছোঁয়া যায় না।
আমি তোমাকে একটু ছুঁতে চেয়েছিলাম
তোমার চুলের গন্ধ নিয়ে মাতাল হতে চেয়েছিলাম।
ভালোবাসার একনদী ভৈরবে তোমাকে নিয়ে সুখের সাঁতার কাটতে চেয়েছিলাম।
ভৈরবপাড়ে নীল আকাশে উড়াতে চেয়েছিলাম রঙিন ঘুড়ি।
আমি বুঝতেই পারিনি, তুমি ছিলে শুধুই হৃদয়হীনা এক নারী।
তোমার প্রতি আমার আকুলতা তুমি টেরই পাওনি।
হৃদয় না-থাকলে কি হৃদয় অনুভব করা যায়!


যখন বুঝলাম তখন হয়ে গেছে অনেক দেরি
তোমার প্রতি আমার ব্যাকুল মনকে কি আর সরাতে পারি?
তাই আজও ভালোবাসি।
ভালোবেসে যাব আজীবন।
ভালোবাসা যে শুধু দিতেই জানে, নিতে জানে না।
তুমি ভালো থাক তোমার পৃথিবীতে।
আমি তোমার স্বপ্ন বুকে লালন করেই কাটিয়ে দিতে চাই জীবনের বাকি পথ।
জেনে রেখো, ভালোবাসা এমনি হয়
যতই চোখের আড়ালে থাক না কেনো তুমি রয়েছ আরও কাছে
হৃদয়ের আরও কাছাকাছি।
তুমি চলে গেছ স্বার্থের পৃথিবীর অনেক কাছাকাছি
কিন্তু, তোমার মায়া ঠিকই সযত্নে রেখেছি আমার কাছে।


হৃদমাঝারে তোমার জন্য গড়েছি প্রেমের মন্দির
পারলে একদিন ঘুরে যেয়ো।