অন্যায় করে পার পেয়ে যাবে ভেবোনা।
ভুগতে হবে তোমাকেও।
সবকিছু শুধু তুমিই দেখবে ভেবোনা,
কিছু দেখতে হবে আমাকেও।
আমার ঘরে আগুন জ্বেলে
তুমি রবে সুখের ঘরে?
ঝড়ো হাওয়া তোমার ঘরও
করে যাবে নড়বড়ে।
আমার স্বপ্ন ভেঙে দিয়ে
সুখে থাকবে ভাবছো নিজে?
তোমার স্বপ্নের বারুদ জ্বলবে নাতো,
অশ্রুতে মোর গিয়েছে ভিজে।
তোমার ভেজা বারুদ, নড়বড়ে ঘর
দেখবো বলেই বেঁচে আছি।
ভাবছো, ক্ষমা পেয়ে যাবে?
বিচার হবে, আছেন কাজী।