এই গান থেকে সুর শিখে রেখো
সুন্দরী, হে ঈশ্বরী!!
যে-ই গান গেয়ে ভেঙে দেবে তুমি ভারতী!!
সেই গান শুনিয়ে দিও
স্বর্গের আকাশে থাকা হুরপরী!!
যেন মেঘের গালিচায় ফোটা
তুমি কাশ্মীরি সুর শরতি!!
এই গান থেকে সুর শিখে রেখো
সুন্দরী, হে ঈশ্বরী!!
যে-ই গান গেয়ে ভেঙে দেবে তুমি ভারতী!!
সেই গান শুনিয়ে দিও
স্বর্গের আকাশে থাকা হুরপরী!!
যেন মেঘের গালিচায় ফোটা
তুমি কাশ্মীরি সুর শরতি!!
যে-ই গান গেয়ে ভেঙে দেবে তুমি ভারতী
যে-ই গান গেয়ে ভেঙে দেবে তুমি ভারতী,
মুছে দেবে ফেলে আসা স্মৃতির করা আরতি
এই গান গেয়ে নিও তুমি সুন্দরী হে মুরতি!!
যেন মেঘের গালিচায় ফোটা
তুমি কাশ্মীরি সুর শরতি!!
ডুবে যাবে হঠাৎ সমুদ্রের মাঝে
বিশাল সূর্যের আলোর মেলা,
চারদিকে তোমাকে ঘিরে রবে
একরাশ অন্ধকারের অদ্ভুত খেলা।
যখন পৃথিবী মেঘে ঢাকা
ঢেকে দিয়ে গেল তোমার হৃদয়কে,
সেদিন তুমি চিনতে পারবে কি
নাকি চিনতে কষ্ট হবে আমাকে।
ভেবে নিও তুমি সেদিনের
সন্ধ্যার সময়ের এই কথা,
সেই কথাখানি মনে রেখো,
রেখো ফেলে আসা গানের বেদনা ব্যাথা।
এই গানে থাকা সুর শাখা,
শিখে রেখো সুন্দরী, হে ঈশ্বরী!!
হে মহামায়া ঈশ্বরী
হে মহামায়া ঈশ্বরী,
সেই গান শুনিয়ে দিও
স্বর্গের আকাশে থাকা হুরপরী!!
যে-ই গান গেয়ে ভেঙে দেবে তুমি ভারতী
যে-ই গান গেয়ে ভেঙে দেবে তুমি ভারতী,
যেন মেঘের গালিচায় ফোটা
তুমি কাশ্মীরি সুর শরতি।
এই গান থেকে সুর শিখে রেখো
সুন্দরী, হে ঈশ্বরী!!