অসভ্যতার দেওয়াল ভেঙ্গে চল অন্য কোথাও চলে যাই
মৃত্তিকা আমাদের ক্ষমা করবে -না
চারিদিকে রক্ত আগুন , আমি তুমি দগ্ধ পাপের অনলে
জেগে ওঠ হে পবিত্র মানবতা ,


শুয়োরের বাচ্চার দুধভাতে বিষ ঢেলে দে
করুণ আত্নচিৎকারে কেঁপে ওঠে আলাজিভ
তবুও হেসে যায় পাড়া প্রতিবেশি বন্ধু ।
নাবিক ব্যস্ত ছেলেধরা গল্প নিয়ে সমুদ্র পাড়ি দিতে-


সঙ্গম শহরে বেদনার চিৎকার
আমরা এখন সবাই মৃত লাশ
শুধু দেখতে পারি , শোনা যায় না কোন শব্দ ।
জাগতিক সুখের মোহ কেটে গেল বানভাসি শহরে ।