তোমার চোখের পাপড়িতে সাঁতার কাটে ঘৃণার যুবতী মেঘ
কীভাবে বল তোমার আঙুল ধরি,
শিশির সরোবরে জলছবি আয়ুষ্কাল আয়নার মতো দৃশ্যময়।
ডিমসেদ্ধর আগুনে পোড়া মাটি অথবা কয়লার ঘ্রাণে-
আশ্বিনের আমন ধানের পোয়াতি থোরে সোনাঝরা রোদ!
বেনামি বাতাসে চিকন শাড়িতে ওড়ে বকপক্ষীর দেনমোহর।
কবিতার ডায়েরিতে লিখে রাখা ছন্দহীন কবিতা
তাঁর ভেতর তোমার জলছাপ,
একটি দীর্ঘশ্বাস তোমার নাভির তিলকে আটকে থাকে হুকুমের আসামি হয়ে
পৌষের রস পিঠার স্বাদে ঠোঁটের লোবানে জেগে থাকে খয়েরি চাঁদ।
মুখোমুখি না হবার বাহানায় রোজ দুর্নাম জপো
কৈফিয়ত চাইব না, সে দুঃসাহস আমার নেই!
প্রেমিক হতে এসেছিলাম; তাই সব সয়ে গেলাম।
কাপুরুষ নয়, জেনে রেখ মিছিলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম।
শুধু তোমার মায়াবী চোখের দিকে তাকিয়ে, কৈফিয়ত চাইবার দুঃসাহস আমার নেই!