সংসার এখন হাসপাতাল ভিত্তিক
আমরা বাতাস চুষে খাই;
স্বপ্ন মরে যায় জানাজা বিহীন বিবিধ বিলে
উপরে ঈশ্বর, নিচে বিশ্বাস ।
চোখ অবশ হয়ে আসছে
অলৌকিক মায়ায় বেঁধেছি ঘর
বাতাসের কুদরতি ঘ্রাণে
রিসালাত ভাসে আপন দূরআত্নীয়া !
অতঃপর এভাবেই বায়ু ও হসপিটাল ঘিরে
আমাদের চলছে নিত্য বসবাস।