নদী খালবিল পুকুর
সাগড়, মহাসাগড়
জলগিরি বৃষ্টি ধারা
এ,সবি আমার চোখের জলের সৃষ্টি ।


পথহারা পথিকের ক্লান্তিশেষে
ফিরে যায় নীড়ে
আমি পথিক হয়ে-রই
তোমার অন্ধকার নীড়ের পাশে ।


বিদায় শুন্য হস্তদ্বয়
পাঁজর ভাঙ্গা পালক পাখি
কে শুনে তার ডাক এ পারে
আমি শুন্য হস্তদ্বয়
মাটির কুঁড়ে ঘরে একা ।


এ মায়াময় ধরণির তলে
স্বার্থহীনা হয়না কেউ আপন
চোখের জলে বুক ভেসে যায়
দুঃখ কিবা কিসে !


নদী খালবিল পুকুর
জলে শুন্য ধরা
আপন ও আজ পর হয়েছে
কঠিন মাটির তলে ।