একটা নদী খুঁড়ে তোকে দিবো তুই দুখ পুষে রাখিস
চোখের জলে জিয়ে রাখিস
আষাঢ় শ্রাবণ মাসে—
সন্ধ্যা হলে পূজ্যর ঘরে মন্ত্র পড়িস মনে মনে
গোপনে তুই  একদিন, আমায় চেয়ে দেখিস!


দুঃখ গুলো উড়ে যাবে, সুখ পাখির মতো
ঝরা পাতার দুঃখ গুলো , তোকে দেখে হাসবে
বুঝি পরাণ পোড়ে রাতের অন্ধকারে
চাঁদনী রাতে খবর দিস আকাশ ভরা তারা তোকে ।


একটা নদী থাকলে সত্যিই সকল দুঃখ ভাসিয়ে দিতাম
সুখ পাখির ডানায় বেঁধে দিতাম দীর্ঘশ্বাসের চিঠি ।