পুরনো ডাকটিকিটের সিলমোহর
তোমার তিলোত্তমা চাহনি ধরে রাখে
চিঠির দুষ্প্রাপ্য অক্ষরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে
অপ্রকাশিত প্রণয়ের লজ্জা জয়ের চুমু
ঘর পালানো প্রজাপতির সংসারে নোনা জলের ঢেউ
ডুব সাঁতারে দৌড়ে পালিয়ে যায় অতিথি মেঘের বৃষ্টি
এক পৃষ্ঠার গল্পে শুরু হয় স্বপ্ন
অক্ষরের শরীর জুড়ে বিষ জ্বর
অথচ, এই শহরে হাতে হাত রাখার কেউ নেই ।