ঠিক নদীর মত বুকের বাঁপাশে
একটি ছোট নদী চাই ,
খুব সহজে দুঃখ গুলো সাঁতার কেটে যাবে ।
আমার দুঃখ নদী জনম-জনম ভর ।


ডুব সাঁতারে জিতে যাবে পানকৌড়ি
ভেসে যাবে চোখের পাতার বহর
ছোটছোট নদীর মত পাড় ভেঙে যাবে-
বুকের জমিন জুড়ে , ঠিক নদীর মতো
বুকের বাঁপাশে একটা নদী চাই ।