এই শহরে কোনো প্রেমিকা নেই
নেই জড়িয়ে ধরবার মতো কোনো বৃক্ষ
আগুন বাতাস উড়ে আসে রোজ
বৃক্ষের পাতা ঝরা দিনে-


আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে শহুরে বনবিড়াল
একটি শিশির বিন্দু হয়ে উঠেছে
নাগরিক বিষফোঁড়া
ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ
এই শহরে কোনো প্রেমিকা নেই ।