আমাদের প্রেমের চুক্তি পত্র সাক্ষর হয়নি ,
একটি বৃক্ষের কাছে আশ্রয় নিয়েছিলাম ।
রাত যতো গভীর হয় নিঃশ্বাস
কাল সাপের মতো ফণা তোলে ।


জোনাকি আলো আঁধারে বিশ্বাস বেঁচে ছিল ;
বৃক্ষের ঝরাপাতা হয়ে ছিল বিছানা
আমরা দু'জন তখন নদী পথে
বিশ্বাস বাঁচিয়ে রাখে প্রেম ।


মানুষ ও কাল সাপ দুটি প্রাণী
তবুও মানুষের প্রতি মানুষের বিশ্বাস নেই ।