সেদিন আমি আর তুমি
বসেছিলাম  রাসেল পার্কে
প্রভাতরানী ফুলের পাশে
সেদিন মৃদু বাতাস বহে ছিল বেশ।
দীঘল কালো কেশ
উড়ে এসে পড়েছিল মুখের উপর বেশ।


তোমার শরীরের ঘ্রাণ পবিত্র সুধা
আবেগে দিয়ে ছিলাম তিন চারটে চুমা
সেদিন ওখানে ছিলোনা কেউ _
তবুও হৃদয় কেঁপেছিল,
কেঁপেছিল আবেগি তণুমন।


আমার দুরন্ত যৌবনকাল
নেশায় কেটেছিল তোমায় চুমোর পূজায়
প্রথম হাত রাখার দিনে শপথ নিলে
কভু যাবেনা আমায় একা রেখে।


তুমি বলেছিলে এ জমিদারবাড়ি বড্ড ফাঁকা ,
আমাকে আলিঙ্গনে রাখোনা আরো কিছুক্ষণ
উত্তপ্ত মোমের মত গলে যাচ্ছি আমি
আমাদের সন্তানের নাম রেখেছিলাম।


তবুও আমি, তুমি বিচ্ছেদের অনলে-
স্মৃতির পসরা নিয়েবইছে নিরবধি।
তুমি সুখপাখির খোঁজে
আমি এখন দুখ কুড়াই
স্মৃতির পসরা নিয়ে নিরবধি।