প্রিয় মিনু,
রাত গভীর হলে
পুরোনো স্মৃতির পসরা খুলে দেয় অতীত
মুখোমুখি তুমি ও আমি
দুজনের দীর্ঘশ্বাস ঢেউ খেলে চোখে
পুরোনো পাথরে ফুল ফোঁটে
বিশুদ্ধ সরোবরে তার ছায়া
মন পবনে ঠাঁই দাঁড়িয়ে
মধুময় স্মৃতি!
ঠিক তখন কেউ একজন সারা দিনের ব্যস্ততা শেষে
দরজার কপাটে হাত রাখে ক্লান্ত চোখে
জোনাকি আলোর সংসারে
দ্বিধাদ্বন্দ্বে ম্লান হয় কথার খেয়াঘাট
সত্য কথাটি হয়নি তো বলা কখনো
কত বাহানায় কত ছলনায়
কত সত্য মিথ্যা তবুও হয়নি বলা
তোমারে যে আজও ভালোবাসি
আগের চেয়ে বেশি ।