কলিকালের গোলাপের কোন ঘ্রাণ নেই ,
গোলাপের সেই লাল টকটকে রক্তাক্ত আভা নেই
নেই প্রেম-প্রণয়ের কোন সম্পর্ক
গোলাপে এখন-শুধুই কাঁটা ।


কলেজে ফেরার পথে যে গোলাপ তুমি দিয়েছিলে-
তার সঙ্গে কোন গোলাপের মিল খুঁজে আজ ও পাইনি
তোমার বুকের ভেতর থেকে যখন হাত দিয়ে,
লাল টকটকে গোলাপ বের করলে ।


তখন আমি নতজানুর মতো তোমার বুকে
মাথা লুকাতে চেয়েছি ;
আমার চোখের চাহনিতে কী ছিল-  
তুমি যদি তা একবার দেখতে ।


শত বার কাছে নিতে আমায় ;
প্রতিদিন শতশত গোলাপ আমায় খুঁজে
আমি প্রতিদিন শতশত গোলাপের দোকান খুঁজি
তারপরও সেই গোলাপের ঘ্রাণ ।


আমি আজো পেলাম না
তোমার কপালে কী এখনও কালো টিপ থাকে?
তোমার এলোকেঁশে সেই গোলাপ...!
তোমার দেয়া বইয়ের ভাঁজেই
আজ ও গোলাপটি অক্ষত ।