কে আমায় নিয়ে যায়
কে ভোলায় পথ;
কার আশায় বসে থাকি-
এ জীবনাঙ্গন পারাপার ।


যে আলোর রবি অন্ধকার
যে আলোয় অস্বচ্ছ প্রদেশ
তার কাছে মিছে মায়ায়
পরে থাকি তুমি আর আমি ।


যে ঘটি তলে না ;উত্তাল তরঙ্গ
সে পথে পথিক সেজে যাই ।
ক্ষণিক হিতাকাঙ্ক্ষী তুমি
আমি কার আশায় এ পারে …!