প্রযুক্তি খেয়ে ফেলছে আমায়
আমি উদাম হয়ে যাচ্ছি
কর্মে মর্মে চিন্তায় চিতায়
মাটিতে বুক লাগিয়ে শুনছি আত্ম আহাজারি ।


বেকার সব প্রেম প্রণয়
বাতাসে প্রেমেরে অশ্রু গড়াগড়ি
বাতাসে পার হচ্ছে নগদ অর্থ
চোরাচালান অবৈধ প্রেমের লেনদেন
প্রযুক্তি খেয়ে ফেলছে আমার তোমার ।


মাটি আত্নচিৎকার দিয়ে জানিয়ে দিবে
আমি আর ফসল ফলাতে পারছি না
সহবাসি স্ত্রী দিতে পারছে না গর্ভে সন্তান
মুখোমুখি আমি তুমি প্রযুক্তি হাতে ।


চিৎকার করে উঠে পৃথিবী
আমাকে বাঁচাও,সবুজ ফসলী মাঠ
কেঁদে কেঁদে বলবে,
আমি আর পারছি না দিতে সন্তান ।


শহরে , গ্রামে , আকাশে,বাতাসে অন্ধকার মাটির প্রদেশে
চিৎকার করে উঠবে
প্রতিবন্ধী মানব সমাজ শুধু কাঁদবে
কেঁদে কেঁদে বলবে ক্ষমা চাই !
তখন কে শুনবে কার কথা ?