শ্যাওলা পড়া চোখে মায়া নেই
মায়াভরা বুকের উঠোন স্যাঁতস্যাঁতে
চেনা শহরের মায়াবী হরিণী
সদ্য প্রস্ফুটিত রক্তজবা বাক্য বিনিময় করেনি
সুখের কাশবনে নীল আকাশ দেখি প্রজাপতির ডানায়
দেখি চেনা মানুষের নতুন অবয়ব
কাশফুলের ভেতরে মিহি সুরে কেঁদে ওঠে
শ্যাওলা পড়া মায়ামাখা এক ক্ষণজন্মা হরিণী ।