সতেজ বৃষ্টির রূপালি রূপে
তোমার ধান তাবিজ বিকেল আমাকে দিও
দক্ষিণের বারান্দায় অলস দুপুরে
দু'জন মুখোমুখি যদি কখনো এক হই।
তোমার অভিযোগ অভিমানের দুয়ারে দাঁড়িয়ে রইবো অনন্তকাল।
দূরের পথ ধরে চেয়ে থাকি অজানা ভোরের নিস্তব্ধতায়
তোমার রঙিন শাড়ির আঁচলে বেঁধেছ সুখের চাবি জানি
তবুও মনে করো ভুলে অথবা অভিযোগে!
শুধু  জেনে রেখ ভালবেসেছিলাম বেহিসাবি
সমস্ত অভিযোগের রাজসাক্ষী হয়ে তোমার ছায়ায় মিশে থাকি অলৌকিক !
মনে পড়ে তবুও ভুলি থাকি
এর চেয়ে বড়সড় সাজা কি আছে?