শূন্যতার ভেতর মৃত্যু বার্ষিকীর কথা বেমালুম চোরা বালির মতো
ডুবে যাওয়া অলিক সূর্যের ভেতর জমে থাকে ঋণচিহ্ন
প্রভাতের অগ্নি শিশির ভেবে মৃত্তিকায় আত্মসমর্পণ
জেগে উঠে আগুনে পোড়া শিউলি ফুলের ঘ্রাণ
রাতের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে মৃত্যুর প্রতিচ্ছবি
নিজের ভেতরে কান্নার ঢেউ মৃত্যুকে আলিঙ্গন করে ।