দুচোখের জল না গড়িয়ে
কোন রাতে ঘুমের ঘরে-
যেতে পেড়েছি হে প্রিয় ...!
তোমার সোনা মাখা মুখ
আজ ও আমায় স্বপ্নে ডাকে ।
অহর্নিশি হৃদয়ে সোনা মুখ
কানে মুখে কিছুকথা বলে দাও শুনি
নিশি কেটে যায় স্বপ্নে ছবি এঁকে
এই বুঝি তুমি এলে ।
মিছে মায়ায় নিজেকে দেই ধোঁকা
এই বুঝি তুমি এলে -
এ পথ দিয়ে যে যায় সে ফিরে না আর
এ পথ চলে যাবার , ফিরে আসবার নয় ।
দু’চেখের জল গড়িয়ে
পোড়া মনে শান্তনার বানী শুনিয়ে
নিশিদিন কেটে যায় আমার
তোমার সোনা মাখা মুখ
ভুলে থাকা যায় কি বলো ...?