বুক সিলগালা করে দেওয়া হয়েছে
মৌমিতা ছাড়া
কেউ আর কখনো এই বুকের পাঁজরের দাবিদার নয় ।
পাখি ডাকা ভোরে তারে দেখা যাবে
শান্ত পদ্মার জলে
ঢেউ এসে ভিজিয়ে দেবে যখন পা
তখন আমি তোমাকে ছুঁয়ে দেবো
মৌমিতা আমার একটি বিকেল অথবা নদী
যার কাছে পরাজিত হয়েও জয়ী হওয়া যায় ।