তুমি যা দিলে আমি তাই লইলাম
আমি যে বড় কাঙ্গাল ,
আমায় নিঃসঙ্গ নিঃসম্বল করে
তুমি আছো মহাসুখে ।


আমায় আঘাত করে সুখ-মিলে যদি
দাওনা সে দুখের ঢেউ
আমি তাই লইয়ে-
ভাসি সখি
যদি তুমি দাও ঢেউ।


দুখ অনলে পোড়া সখি
আমার কোন দুঃখ নাই
আমি বড় বোকা মানুষ
আমায় তুমি দুঃখ দাও ।


আমায় নিঃসঙ্গ নিঃসম্বল করে-
তুমি যদি সুখ পাও
মনের মতন আময় তুমি
যখন তখন দুঃখ দাও  ।