তোমার অবাধ্য চুলের মতো
ছুঁয়ে দেই  কামরাঙা ঠোঁট
ঘুঘু ডাকা দুপুরে ঝরাপাতার মায়াবী সুরে
তোমার বুকে পালাতক শিশুর মতো ঠিকানা খুঁজি
ভেতর থেকে চিৎকার করে ওঠে-
তোমাকে না দেখা স্বপ্নের বনো পাখিরা ।