সদ্য যৌবন প্রাপ্ত গোলাপ-ের ভিতর
বাঁশ ঢুকিয়ে দিল
আপন ঘর-ের পরিচিত মুখ
যে দেখা দেয় ররির প্রথম প্রহরে ।


আপন ঘর-ের কেউ একজন
ইশারায় ঢেকে যায় নিশি-তে
আমি ঘর-ের ভিত-রে-
তবুও এত ভয় কেন?আমার ।


পুরুষ মানুষ বড় ভাল মানুষ
আপন পর ভাবে না
এ পৃথিবীর মায়া জালে
পাপ পিছু ছাড়ে-না ।


আমার আপন কেউ না
আমার আপন হয়-না
দেহ আছে যত ক্ষন
আপন মানুষ তত ক্ষন ।


স্বার্থ-ের পৃথিবী-তে-
কেউ কারো নয়
সবাই আপন মনে হলেও
কেউ কারো নয় ।


আপনদের অত্যাচার না পরি সহিতে
এ কথা না পারি অন্য কারো বলিতে
ভাগ্য আমার ধোঁকা দেয়
সহজ সরল প্রাণেতে ।