ক্ষণে-ক্ষণে তোমার এত-
অভিমান বলো কোথা থেকে আসে;
তোমার জন্য হৃদয় ব্যাকুল
কাঁদিয়া কাঁদিয়া উঠে ।


তোমার সঙ্গে শত কথায়
ছোট-ছোট শত ভুল ,
ভালবাসায় ভুলিয়ে দাও
খুনসুটিতে হোক না আরো কিছু ভুল ।


তোমার জন্য বুকের পাঁজরে
রাখিয়া দেই প্রণয়লীলা ,
সন্ধ্যা সাঁঝে প্রদীব জ্বালিয়ে-
পথ প্রাণে রই সখা ।


এই বুঝি পাবো তোমার দেখা
এই বুঝি তুমি এলে-
কলিজার গহিণে ,
গভীর নিশিতে পথ চেয়ে রই ;
আমি একা একা ।