গোলাপের গায়ে আমি দেখি বেদনার্ত ঘাম তুমি দেখ শিশিরবিন্দু! অথচ আমাদের একই চোখ
অশ্রুজল ঝড়ে পড়লে দুঃখ উড়ে যায় না। ব্যথাময় গল্প বলার জন্যও একজন বন্ধু লাগে । তা সবার থাকে না । নদী ভাঙনের মত সব কিছু সহজে দেখা না গেলেও তোমার চোখের জল দেখে বুঝি! ভেতরে ভেতরে তোমার কত খানি ভেঙেছে পাড় । নতুন ফসলের মাঠে নাঙল দিলেই মাটির কান্না কেউ বুঝবে না, শুনতে চাইবে না -তবুও ভালোবেসে ফেলতে হয় বীজ  অঙ্কুরিত হয় পরম মমতায়। হাতের ভেতর হাত ঢুকে পড়লে হয় বন্ধুত্ব, ঠিক যেমন করে  অঙ্কুরিত হয় আগামী ভবিষ্যতের ফল ।