আজ কাল বড্ড চড়ুই হতে ইচ্ছে করছে
তোমার অট্টলিকায় খড়কুটা দিয়ে -
নিজের মনের প্রেম মিশিয়ে বানিয়ে নিবো
ছোট্ট সুখের নীড়,
তবুও  তোমায় দেখতে পাবো ।


একযুগ দু-বছর হলো দেখা হয়না
আমি ও সুখের মোহে নিজেকে আড়াল
করে রাখতে চেয়েছিলাম
কিন্তু …!
তোমাকে ভুলে থাকা আমার সম্ভাব নয় ।


কতশত রজনী পুতুল পুতুল রবে গেছে কেটে
অদেখা চৌদ্দটি বসন্ত
গভীর নিশিতে একাকী নির্জন
বুক ফাঁটা কাঁন্নায় বেয়ে পরে দু-ফোঁটা অশ্রু ।


চলে যাক আরো চৌদ্দটি বসন্ত
মুখোমুখি দাঁড়াবার দূরন্ত সাহষ আমার
ছোট্ট সুখের নীড় ভেঙে যাক ভয় নেই
তবুও একবার মুখোমুখি হতে চাই ?
                 ---অসাপ্ত