নারীর মানায় শাড়িতে
বলতো কথা-
নানীতে
নারী এখন শাড়ীতে বেমানান ।


দিন যায় দিনের আসায়
রইলাম পড়ে আমি,
সোনার অঙ্গ মলিন হলো
মাটির কলসি খালি ।


জীবন নদী মরুভূমি
তুমি জলসা ঘাটে
সময় হলে আসবে তুমি
আমার নদের বাঁকে ।


নারী শাড়ি সবি আছে
আছে গহনা
আগের মত নারী এখন
পরে না শাড়ি গহনা ।