ও খোকার বাপ,খোকাকে ধরো
একটু আসো না চৌকির উপর
তোমার যে কথা-
মেয়ে টা জ্বরে যায় যায়
শরীর আমার ভাল না গো আজ !


লাল সবুজ দু’জনেই মাটিতে
রবি ঊষা দু’জনেই চৌকিতে
তোমার কাছে খোকা বাবু
রাখো একটু আদরে ।


সাত জনের সংসারে আমি-তুমি
অসহায় !
লাল সবুজ বড় হলে ‘ঘুচবে আঁধার কালো’’
খোকা বাবুর বাড়ি হবে
লাল সবুজের গাড়ি হবে ।

খোকাদের সব হলো
আমার –তোমার কিছু নেই
একদিন বৃষ্টিতে সাতজনে এক ঘরে
সাতঘরে আমি তুমি অনাদরে ।


সংসারের সুখমুখে বিলীন জীবন
আমি তুমি পথে-পথে
ঠাঁই নেই ঘরে
বুকের পাঁজর জুড়ে খোকাদের আহাজারি