পুরুষ মানুষ পাষাণ মানুষ
মনের কথা বলে না
আঘাত পেয়ে কারো কাছে
কভু মুখ খোলে না।


পুরুষের বুকে দহন
তবু কিছু বলে না
রাত দিন চোখের জলে
তবু মুখ ফুঁটে বলে না।


ঘরে সুখ নেই দিনে
তবুও ফিরে যায় নীড়ে
রমণী তবুও ধরে যে বায়না
আমায় বানিয়ে দাও গয়না।


পুরুষ মানুষ পাষাণ হলে
সংসার সুখের হয়
দুঃখ ব্যথা চিরদিন
নিরবধি বয়ে যায়।