পুরাতন রুপালী স্মৃতির মত
ঘরে অভাব আসে দুহাত জুড়ে
সোনালী রোদের আলোর মত উজ্জ্বল সংসার
ঝিঁঝিঁ পোকার কান্নার সঙ্গে ভেসে যায়- ভালবাসা ।
শুকুনের ঠ্যাংয়ের মতো রক্তজবা ফুল ,


চোখে চোখ পড়লেও মনে হয় কত বছরের অচেনা  দুজন মানুষ আমরা
কাঁথা সেলাইয়ের মত দুঃখ সেলাই করে রাখি
বুকের উঠোন জুড়ে
অনাবাদী কষ্টগুলো মেঘের ডানায় উড়িয়ে
মিথ্যে সুখে আলো আঁধারে হাসি একাকী ।