ভবি সাহেবা ছয়তলা ফতুয়া পরছেন
যার ভেতর দিয়া দেহা যায়
প্রাচীন মিশরীয় পিরামিড
শয়তান পোলাপান হাসে
আমি কচ্ছিলাম কি !
ভাবি সাহেবা সদর দরজার খিল না মেরে
রান্নাঘরে ঝুলাইছে বিশ্ব-তালা
অভিযোগ করছিল একদিন ভাবি সাহেবা
এ বাড়ির সব্বাই বদমাইশ
তার শরীলে মাছি পড়তে দিতো না !
সেই শরীর এখন সুন্দর বনের মধু ।
সক্কাল হলি জাত গেল জাত গেল বলে
মুখের মধ্যি পান ভরে এ বাড়ি ও বাড়ি ঘুরতো
নিজের সব কিছুই সোনায় সোহাগা বাইশ ক্যারেট
দাড়ি ওয়ালা জামাই ধরা খাইছে ফুফু শাশুড়ির রান্না ঘরে
শরমে চোখ বন্ধু হয়ে আসে -
মনে মনে যপতে থাকি আস্তাগফিরুল্লাহ !