যৌবন প্রাপ্ত দুপুরের মতো নিষ্ক্রিয় হচ্ছে  স্বপ্নের দেয়াল
রুগ্ন চাঁদের মত মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে;  
তেজস্ক্রিয় ষোলবছরের কিশোরীর মেদহীন হাসি
চোখ তুলে তাকিয়ে যাকেই দেখি, অবিশ্বাসে ভরপুর!
কেউ মধু বদলিয়ে জেহের দিচ্ছে, কেউ দিচ্ছে ধোকা
দুচোখ যাকে দেখে আজ সেই খুনি।