ভাতের বদলে ভাতার দিস
নাঙের বদলে দিস সোহাগী মানুষ
ভাবি সেদিন দুপুরে শুধু আম দিয়েছিল ;
সঙ্গে একটু দুধ দিতে পারত ।


ঘরের মানুষ ঘরের ভেতরে অচেনা
কার ঘরের কপাটে টোকা মারে কে জানে
সতিনের সংসার আমার বড়ই অপছন্দের
মিনশি রাতিদিনি মাগির পাছ ছাড়ে না ।


কাছের মানুষ পাশের মানুষ কেউ হইলো না আপন
ঘরের মানুষ অচেনা রয়ে গেল ।