খোলা রোদের গায়ে নরম তুলতুলে চাদর
দক্ষিণা সমীরণে লাজুক হাসি
কর্পোরেট ভোগবাদী কালচার
আদুরী পক্ষী পালক ঝেড়ে
সম্মুখে নেতিয়ে পরা চাঁদের গায়ে হাত বুলায়
দলদাস,দলকানা আদম সন্তান সবি এখন এক
মানুষ রঙ বদলায় কারণে-অকারণে
শুধুই নিজের স্বার্থে-
কেউ কেউ ব্যতিক্রম
তারা আলোর মতো ধরা যায় না।