আমি বিলের  জলে শাপলা শালুক কুড়াই
ঘাসফড়িং এর ডানায় বেঁধে দেই
নরম স্বপ্নের দহন চিহৃ
নীল আসমানের উড়ো হলুদ পাখির ডানায় ।


তোমার মায়াবী চোখে আঁকি স্বপ্ন  —
ঘুড়ির সুতোয় বেঁধে দেই দুখের পাহাড়
নাটাই , ধরে বসে রই অপেক্ষায় !
পরম বিশ্বাসে তোমার হাতে ছুঁয়ে দিয়েছিলাম ;


ঘুঘু ডাকা এক দুপুরে  তুমি নুপুর পায়ে
দুরন্ত বাতাসের বেগে ছুটে আসতে বুকে
সেইবিশ্বস্ত বুক এখন ঘৃণার রাজস্বাক্ষী।